Date: May 22, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কিশোরগঞ্জে আমার সংবাদ ও ডেইলী পোস্ট উপজেলা প্রতিনিধি সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জে আমার সংবাদ ও ডেইলী পোস্ট উপজেলা প্রতিনিধি সম্মেলন

May 21, 2025 08:15:03 PM   অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জে আমার সংবাদ ও ডেইলী পোস্ট উপজেলা প্রতিনিধি সম্মেলন

সদর সংবাদদাতা:
কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্ট পত্রিকার উপজেলা প্রতিনিধি সম্মেলন এবং আইডিকার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১ মে সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিচালনা করেন মোহাম্মদ দিনার মিয়া।

জেলার ১৩টি উপজেলার প্রতিনিধিদের মাঝে পত্রিকার আইডিকার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. ইমরান হোসেন এবং সঞ্চালনা করেন তৌকির ইসলাম তন্ময়। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাছিম খান। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডি চ্যানেল ফোর-এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, দৈনিক আজকের সারাদিন-এর নির্বাহী সম্পাদক মো. জাভেদ ইকবাল, দৈনিক তৃতীয় মাত্রার  কিশোরগঞ্জ প্রতিনিধি রকি হাসান, দৈনিক আমার সংগ্রাম কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন, দৈনিক দেশেরপত্র উপজেলা প্রতিনিধি রাসেল, দৈনিক এশিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি বোরহান খান, দৈনিক ডেল্টা টাইমস কিশোরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং জেলার বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, এটি সততা ও সাহসিকতার সঙ্গে পরিচালনা করতে হবে। তারা বলেন, সাংবাদিকদের ওপর কোনো হুমকি বা বাধা বরদাশত করা হবে না। কলমের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তারা ভালো সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্ট পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।