Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কেরানীগঞ্জ থেকে অপহৃত ৭ বছরের শিশু জান্নাত ফেনী থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

কেরানীগঞ্জ থেকে অপহৃত ৭ বছরের শিশু জান্নাত ফেনী থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

November 11, 2024 07:21:19 PM   নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জ থেকে অপহৃত ৭ বছরের শিশু জান্নাত ফেনী থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকা থেকে অপহৃত ৭ বছরের শিশু জান্নাতকে র‌্যাব-১০ এর যৌথ অভিযানে ফেনী জেলা থেকে উদ্ধার করা হয়েছে। অভিযানে শিশুটির অপহরণকারী মো. বিল্লাল মিয়া (৩৭) গ্রেফতার হয়েছেন।

জানা যায়, গত ৮ নভেম্বর দুপুরে জান্নাত বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। বিকেলে বিল্লাল নামে এক ব্যক্তি জান্নাতের মা সাজিয়া আক্তারকে ফোন করে জানায় যে জান্নাত তার কাছে আছে এবং তাকে জীবিত ফেরত পেতে মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করে। সাজিয়া মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা পরিশোধ করলেও অপহরণকারী আরও টাকা দাবি করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১০ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন জান্নাতের পরিবার।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দ্রুত জান্নাতকে উদ্ধার এবং অপহরণকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুরে র‌্যাব-১০ এবং র‌্যাব-৭ যৌথভাবে ফেনীর ফেনী মডেল থানাধীন একটি এলাকায় অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেফতার করে এবং তার দেখানো মতে জান্নাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। গ্রেফতারকৃত বিল্লাল মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।