Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / কর্মসূচি ডেকে মাঠে উপস্থিতি প্রায় নেই: এসেও গ্রেফতার কয়েকজন নেতাকর্মী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কর্মসূচি ডেকে মাঠে উপস্থিতি প্রায় নেই: এসেও গ্রেফতার কয়েকজন নেতাকর্মী

November 10, 2024 01:19:42 PM   নিজস্ব প্রতিনিধি
কর্মসূচি ডেকে মাঠে উপস্থিতি প্রায় নেই: এসেও গ্রেফতার কয়েকজন নেতাকর্মী

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিতে নেতাকর্মীর উপস্থিতি একরকম নাই বললেই চলে । অল্প কয়েকজনের নিরব উপস্থিতিও ছাত্র জনতার বাধার মুখে পরে এবং হামলার শিকার হয়।  রবিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দৃশ্য দেখা যায়। মারধরকালে তাদের শার্ট, জামা ছিড়ে ফেলে মারধরকারীরা। কর্মসূচিতে অংশগ্রহণ করতে যারাই আসছেন তাদের মারধর করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়।

এর আগে গত শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। যাতে লেখা, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বিকাল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়।

পরে কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নেয় বিএনপি ও এর অঙ্গসংগঠন, ছাত্র-জনতা। শনিবার (৯ নভেম্বর) রাত থেকেই সেখানে ছাত্ররা জড়ো হতে থাকে। এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকে।