Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

April 26, 2025 12:47:54 PM   অনলাইন ডেস্ক
কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

নেত্রকোনা সদর সংবাদদাতা:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ সহিংসতায় রূপ নিয়েছে। জমির মালিকানা ও সীমানা নির্ধারণ নিয়ে আব্দুল্লাহ আল রোমান সাগরের পরিবারের সঙ্গে প্রতিবেশী একাধিক পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালীর মদদে একদল দাঙ্গাবাজ ব্যক্তি ২০২৫ সালের ১৫ এপ্রিল দুপুর আনুমানিক ২টার দিকে সশস্ত্রভাবে সাগরের বাড়িতে হামলা চালায়। হামলার নেতৃত্ব দেন মোঃ হারেছ মিয়া ও মোঃ স্বপন মিয়া, যাদের বিরুদ্ধে পূর্বেও দাঙ্গা ও সন্ত্রাসমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। হামলাকারীরা রড, সাবল, হাতুড়ি, কোঁয়া, রামদা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে ঘরের চালা ও সেমিপাকা দেয়াল ভাঙচুর করে। বাড়ির মহিলা ও শিশুরাও আতঙ্কিত হয়ে পড়ে। হামলা চলাকালে আরও কয়েকজন যোগ দিয়ে ঘরে ঢুকে ব্যাপক ক্ষতিসাধন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরের পরিবার ওই জমিতে বহু বছর ধরে বসবাস করছে এবং জমির রেকর্ডীয় মালিক তারাই। যদিও একাধিক গ্রাম্য সালিশে জমির সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হয়, তবুও অভিযুক্তরা তা মেনে নেয়নি। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের একজন মোঃ আঃ ওহাব, যিনি একজন আমিন হিসেবে নিজের পেশাগত দায়িত্বের অপব্যবহার করে জমি বিরোধকে অন্যপক্ষের পক্ষে প্রভাবিত করেন।

আব্দুল্লাহ আল রোমান দাবি করেন, হামলার উদ্দেশ্য ছিল তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বসতভিটা থেকে উচ্ছেদ করা। হামনায় সৃষ্ট ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে তিনি জানান।

অন্যদিকে অভিযুক্ত স্বপন ও তার ভাই দাবি করেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তাদের ভাষ্য মতে, ভুলবশত জমিটি সাগরের নামে রেকর্ড হয়েছে, বিষয়টি তারা সমঝোতার মাধ্যমে মীমাংসা করতে চেয়েছিলেন। তারা দাবি করেন, সাগর নিজেই ঘর ভেঙে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।

এ বিষয়ে এলাকাবাসীর একাংশ শঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। স্থানীয় জনপ্রতিনিধিরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, অভিযোগটি প্রাথমিক তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।