Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / কলারোয়ায় কিশোর গ্যংয়ের হামলায় তরুণ নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কলারোয়ায় কিশোর গ্যংয়ের হামলায় তরুণ নিহত

June 09, 2023 07:23:37 PM   উপজেলা প্রতিনিধি
কলারোয়ায় কিশোর গ্যংয়ের হামলায় তরুণ নিহত

কলারোয়া প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়া কিশোর গ্যাংয়ের হামলায় মনিরুল ইসলাম নামের এক তরুণের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৮ জুন) ভোর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে গত ৩১ মে কলারোয়া হাসপাতালের রাস্তার উপর হামলা চালায় গ্যাংটি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রানাকে আটক করে থানা পুলিশ। নিহত মনিরুল ইসলাম (১৭) সে পৌরসদরের গদখালি গ্রামের মৃত. জাকির হোসেনের ছেলে। ছেলেটি ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন ।

নিহতের স্বজনরা জানান, মনিরুল ইসলামের কাছ থেকে ঝিকরা দক্ষিণপাড়ার মিন্টুর ছেলে রানা (২০) একটি বাটন মোবাইল কেড়ে নেয়। চাইলেও মোবাইল দুই দিন ফেরৎ দেয়নি। এরপর ৩১ মে রাত ১০টার দিকে মোবাইল দেওয়ার কথা বলে মনিরুলকে বাড়ি থেকে ডেকে হাসপাতালের সড়ক পর্যন্ত পৌঁছালে সেখানে রানা সেভেন আপের বোতল দিয়ে মাথায় আঘাত ও জখম করে। এ সময় রানার সহ সংঘবদ্ধ ৭/৮ জন তরুণ গ্যাং ছিলো বলে জানান।

কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে রানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ৩ জুন তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ।