Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কেশবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কেশবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

April 29, 2025 08:28:52 PM   উপজেলা প্রতিনিধি
কেশবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সাগরদাঁড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপপরিদর্শক শামীম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে সাগরদাঁড়ি বাজারে অভিযান চালান। এ সময় পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার বড়কাশিপুর গ্রামের শেখ জাফর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩২) ও কেশবপুর উপজেলার বগা গ্রামের জোয়ার আলীর ছেলে ফারুক হোসেন (৩৫) কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।