Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কিশোরগঞ্জ পাগলা মসজিদে পাওয়া গেল ২৮ বস্তা টাকা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জ পাগলা মসজিদে পাওয়া গেল ২৮ বস্তা টাকা

April 12, 2025 08:00:47 PM   উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ পাগলা মসজিদে পাওয়া গেল ২৮ বস্তা টাকা

রকি হাসান:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে চার মাস ১১ দিন পর আজ শনিবার সকাল ৭টার দিকে ১১টি দানসিন্দুক খুলে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। বর্তমানে চলছে গণনার কাজ।

জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদের লোহার দানসিন্দুকগুলো সাধারণত তিন থেকে চার মাস পরপর খোলা হয়। প্রথমে টাকাগুলো লোহার সিন্দুক থেকে বস্তায় ভরা হয়, এরপর মসজিদের মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু করা হয়।

পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায়, এবার টাকাগুলো গণনার কাজে অংশ নিয়েছেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানার ২৮৭ জন শিক্ষার্থী, ব্যাংকের ৮০ জন কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসার ৪৫ জন স্টাফ, মসজিদ কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ মোট ৪০১ জন।

সকাল ৭টায় দানসিন্দুক খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। এ সময় কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য সেনা কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।