Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

March 25, 2025 08:37:44 PM   উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জ সদর সংবাদদাতা:
ঈদের আনন্দ সর্বস্তরের মানুষের মাঝে ভাগ করে নিতে কিশোরগঞ্জ প্রেসক্লাব পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে. নাছিম খান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল মালেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সহ-সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী সদস্য আমিনুল হক সাদী, শামসুল আলম সেলিম, সৈয়দ আল আক্কিল মোকাররম, এডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলালসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ শুধু নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। প্রেসক্লাবের এই উদ্যোগ হকারদের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রচেষ্টা, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।