
সদর সংবাদদাতা:
ঢাকঢোল পিটিয়ে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ বড় আলী, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
বাংলা নববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, গরুর গাড়িতে নববধূর বাপের বাড়ি যাত্রা, ধানকাটা কৃষকের প্রতিকৃতি ইত্যাদি ছিল আলাদা আকর্ষণ।
এর আগে জেলা প্রশাসক ফৌজিয়া খান পুরাতন স্টেডিয়ামে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে।