
সদর সংবাদদাতা, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের খোলা মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে শিশুদের জন্য ছিলো ব্যতিক্রমধর্মী আপ্যায়ন- কলাপাতায় পরিবেশিত দেশীয় বিরিয়ানি।
আয়োজক মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার এবং যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী বলেন, “পহেলা বৈশাখে শিশুদের মুখের হাসি আমার কাছে পরম শান্তির। আমার জমজ দুই কন্যার ইচ্ছা ছিল, আমরা যেন নিজেদের পরিবারের মাঝে নয়, বরং আমাদের পাঠাগারে আসা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গেই বৈশাখ উদযাপন করি। সেই ভাবনা থেকেই এই ছোট আয়োজন।”
এ আয়োজনে মেসার্স ঈশা খা ইটাখোলায় কর্মরত শ্রমিকদের সন্তানসহ আশপাশ এলাকার মোট ৩০ জন সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। এ সকল শিশুদের জন্য প্রতিদিন পাঠাগারে একজন দক্ষ শিক্ষকের মাধ্যমে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
আলোচনা শেষে দোয়া মাহফিলে শিশুদের মঙ্গল ও সুন্দর ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয়।