Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ক্যারিয়ারে এই প্রথম হাফ সেঞ্চুরি শান্তর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ক্যারিয়ারে এই প্রথম হাফ সেঞ্চুরি শান্তর

October 30, 2022 09:10:40 PM   ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারে এই প্রথম হাফ সেঞ্চুরি শান্তর

বাংলাদেশ দলের ওপেনার তিনি। এ নিয়ে খেলছেন ১৬টি আন্তর্জাতিন টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচের আগে একটি হাফ সেঞ্চুরিরও দেখা মেলেনি তার। অবশেষে টি-টোয়েন্টিতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করার জন্য বিশ্বকাপকেই বেছে নিলেন নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামার পর একপ্রান্তে যখন সৌম্য, লিটন এবং সাকিবরা আউট হয়ে যাচ্ছিলেন, তখন অন্যপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ৪৫ বল খেলে এই মাইলফলকে পৌঁছান শান্ত। এর আগে ক্যারিয়ারে শান্তর সর্বোচ্চ ইনিংস ছিল ৪৫ রানের। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসের ১৪তম ওভারের ৫ম বলে সিকান্দার রাজার কাছ থেকে ১ রান নিয়েই হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি।
ফিফটি করার পরপরই দ্রুত গতিতে রান তোলার দিকে নজর দেন শান্ত। ১৬তম ওভারে ১৬ রান নেন তিনি। কিন্তু ১৭তম ওভারে সিকান্দার রাজার স্লোয়ার বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। এক্সট্রা কভারে দাঁড়ানো ক্রেইগ আরভিন সেই ক্যাচটি তালুবন্দী করে নেন। আউট হওয়ার আগে ৫৫ বলে ৭১ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৭টি বাউন্ডারি এবং একটি ছক্কার মারে সাজানো ছিলো তার ইনিংস।