Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামে শীতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ, তাপমাত্রা ১১.৫ ডিগ্রি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামে শীতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ, তাপমাত্রা ১১.৫ ডিগ্রি

December 31, 2024 07:24:38 PM   জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে শীতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ, তাপমাত্রা ১১.৫ ডিগ্রি

শাহ আলম, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

শীতের প্রকোপে বিশেষ করে কৃষি শ্রমিক ও দিনমজুররা পড়েছেন চরম বিপাকে। তীব্র ঠান্ডায় গরম কাপড়ের অভাবে দুঃস্থ মানুষগুলো অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে এখনো শীতবস্ত্র বিতরণের কার্যক্রম দেখা যায়নি।

সদরের কলেজ মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, "রাতে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস থাকে। সকাল পর্যন্ত পুরো এলাকা কুয়াশায় ঢেকে থাকে।"

কৃষি শ্রমিক ছাত্তার বলেন, "শীতের মধ্যেও বোরো বীজতলা তৈরি করছি। সকালে পানি এত ঠান্ডা যে জমিতে নামতে গেলে হাত-পা বরফ হয়ে যায়। তবু বীজতলার কাজ চালিয়ে যেতে হচ্ছে।"

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, "চলতি মাসে অন্তত দুইবার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।"

শীতজনিত কারণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। জনসাধারণ শীতবস্ত্রসহ দ্রুত সহায়তা প্রত্যাশা করছে।