Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

March 18, 2025 08:40:00 PM   দেশজুড়ে ডেস্ক
খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে  গৃহবধূকে উত্যক্ত করে আসছিলেন হোসেন মিয়া। সোমবার সকালে বসতবাড়িতে একা পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতন করে। তার চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।