
বরিশাল নগরীতে ফাইভ এস গার্ডেন রেস্তোরাঁর বিরুদ্ধে খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে।
আজ বুধবার দুপুরে সদর রোডে অবস্থিত ফাইভ এস গার্ডেন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রান্না করা খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে রেস্তোরাঁটির মালিক হাফিজ খলিফাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রেস্তোরাঁর মালিক হাফিজ খলিফা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এটি একটি ভুল ছিল এবং রেস্তোরাঁর কর্মচারীরা অজান্তেই এটি ঘটিয়েছে। তিনি আশ্বস্ত করেন, ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।
বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, গরুর মাংস মিশিয়ে খাসির মাংস বিক্রি করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। তাই প্রাথমিকভাবে সতর্কতা প্রদানের পাশাপাশি রেস্তোরাঁর বিরুদ্ধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।