Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে জনসমুদ্র - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে জনসমুদ্র

March 28, 2025 09:22:29 PM   অনলাইন ডেস্ক
গাইবান্ধায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে জনসমুদ্র

গাইবান্ধা সদর থানা বিএনপির উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দাড়িয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মাহফিলে প্রায় ৩০ হাজার মানুষের অংশগ্রহণে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নুরুল আজাদ মণ্ডল। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবী টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আরজু মিয়া।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী নির্বাচনে গাইবান্ধা সদর আসনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি জনগণের দল এবং সাধারণ মানুষ এখনো বিএনপির সঙ্গে আছে।

স্থানীয়রা জানান, এত বিশাল জনসমাগম এর আগে দেখেননি। অনেকে এটিকে শুধু ইফতার মাহফিল নয়, বিএনপির প্রতি জনগণের ভালোবাসার প্রকাশ হিসেবে দেখছেন।

ইফতার মাহফিলে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, এই গণজমায়েতই প্রমাণ করে বিএনপি এখনো জনগণের হৃদয়ের দল।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, জিয়া পরিবারের কল্যাণ ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিপুল জনসমাগমের মধ্য দিয়ে গাইবান্ধা বিএনপি আবারও প্রমাণ করলো, দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রয়েছে।