Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / গাজা-লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজা-লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা

April 07, 2023 07:36:13 PM   আন্তর্জাতিক ডেস্ক
গাজা-লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা

গাজা ও লেবাননে অতর্কিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবানন ও গাজায় ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে লেবানন থেকে সিরিজ রকেট হামলা চালানো হয় ইসরায়েলে। এই হামলার জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী হামাসের স্থাপনায় হামলা চালানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে জেরুজালেমে আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর উত্তেজনা চরমে। এরপরেই লেবানন থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো হয়।

যখন ইসরায়েলে রকেট ছোড়া হয় তখন হামাসের প্রধান ইসরামিল হানিয়েহ লেবাননে ছিলেন। তিনি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনিরা চুপ করে বসে থাকবে না।

আজ শুক্রবার শুরুর দিকে আইডিএফ টুইট বার্তার বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়েছে। যার মধ্যে হামাসের স্থাপনাও আছে। আইডিএফ আরও জানিয়েছে, লেবানন থেকে হামাসের কার্যকলাপ তারা সহ্য করবে না।

তবে হামাস বলছে, বৃহস্পতিবার লেবানন থেকে কারা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা তাদের জানা নেই।