
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের জয়দেবপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির উদ্যোগে এবং গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস। জয়দেবপুর জোনাল বিক্রয় অফিসের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সালনা ও ছয়দানা হাজীরপুকুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে ২ ইঞ্চি, ১ ইঞ্চি ও ৩/৪ ইঞ্চি ব্যাসের ১০৫০ মিটার পাইপ এবং ৮০০ মিটার হোস পাইপ জব্দ করা হয়। এছাড়াও ১০০টি বাড়ির অবৈধ ২৫০টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে সালনা এলাকায় এ্যাপারেল প্রসেসিং নামক একটি ওয়াশিং ফ্যাক্টরি থেকে ২টি বুস্টার জব্দসহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে মোবাইল কোর্ট।
অভিযানকালে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে এ্যাপারেল প্রসেসিং ওয়াশিং ফ্যাক্টরিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় গ্রামীণ সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অবৈধ সংযোগ প্রদান এবং এর ফলে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন প্রকৌশলী জাবের নুরানী (উপব্যবস্থাপক), প্রকৌশলী হাসান আল ফয়সাল, প্রকৌশলী রাকিব হাসান, সহকারী প্রকৌশলী মো. সাবিনুর রহমান, মো. ফেরদৌস হাসান, এবং উপসহকারী প্রকৌশলী মনীশংকর রায়সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানানো হয়েছে।