Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে কোটি টাকার মাদকসহ সম্রাজ্ঞী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে কোটি টাকার মাদকসহ সম্রাজ্ঞী গ্রেফতার

June 08, 2023 10:08:47 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে কোটি টাকার মাদকসহ সম্রাজ্ঞী গ্রেফতার

আশিকুর রহমান:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি টাকার মুল্যের হেরোইন ও ইয়াবাসহ এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগরের সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮জুন) দুপুরে, সদর থানাধীন পূর্ব বিলাশপুর এলাকার আকবরের বাড়িতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞীকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে মধ্য বিলাশপুর এলাকায় আরেক মাদক ব্যবসায়ী পিপাসা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এককোটি টাকার হিরোইন( এক কেজি ২৫০ গ্রাম) ও  ছয় হাজার ছয়শত পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। পিপাসা আক্তার পলাতক রয়েছে জানায় পুলিশ।

গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী মালা(৩৮)নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার টেংরাপাড়া এলাকার বুধু মিয়ার মেয়ে। গ্রেফতারকৃত মালা পূর্ব বিলাশপুর এলাকার শুক্কুর আলীতে ভাড়ীতে ভাড়া থাকতো। পলাতক মাদক ব্যবসায়ী পিপাসা আক্তার(৩০), গাজীপুর সদর থানাধীন মধ্য বিলাশপুরের মো: খোরশেদ আলমের সহধর্মিণী। 

রাজশাহীর গোগাগাড়ী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এসব মাদক সংগ্রহ করা হয়েছে বলে জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার( অপরাধ-উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান। বৃহস্পতিবার (৮জুন) রাতে জিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। 

উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান আরো জানান, আটককৃত মাদক হেরোইন রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে এবং ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া থেকে সে সংগ্রহ করে। পলাতক মাদক ব্যবসায়ী পিপাসা ও জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তিনি আরো জানান, প্রথমে মাদক সম্রাজ্ঞী মালাকে গ্রেফতারের পর তার তথ্যমতে পিপাসার বাড়িতে অভিযান পরিচালনা করে বাসার খাটের নিচ থেকে প্রায় দেড়কোটি টাকার মুল্যের এসব মাদক আটক করা হয়। গ্রেফতারকৃত মালার বিরুদ্ধে নেত্রকোনা জেলায় ছয়টি মাদক ও একটি হত্যা মামলা আছে।