
গাজীপুর মহানগর এলাকায় বিভিন্ন গির্জা পরিদর্শন করেছেন জিএমপি’র পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান। বুধবার বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) ড. মোঃ নাজমুল করিম খান গাজীপুর মহানগরের বিভিন্ন গির্জা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি গির্জায় উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। গির্জা পরিদর্শনকালে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।