
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মিছিলের সময় বাটার শোরুমে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গাছা মেট্রো থানা পুলিশ।
গত সোমবার (৭ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বাটার শোরুম ছাড়াও ‘তৃপ্তি’ ও ‘রাধুনী’ খাবার হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সিয়াম, শিমুল, শাহিন ও জয়নাল নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাছা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পূর্বপরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ইসরায়েলবিরোধী মিছিলকে ব্যবহার করে এই নাশকতা, লুটপাট ও ভাঙচুর চালানো হয়।
পুলিশ আরও জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিলের সুযোগে দুষ্কৃতকারীরা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সহযোগিতায় দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে সেনাবাহিনীর সহায়তায় গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনার উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গাছা থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলা (নম্বর ০৮, তারিখ ০৮/০৪/২০২৫) রুজু করা হয়েছে।