Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / গাজীপুরে বেতন-বকেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে বেতন-বকেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

November 10, 2024 10:53:11 AM   স্টাফ রিপোর্টার
গাজীপুরে বেতন-বকেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর সংবাদদাতা:
তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন, যার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধ রবিবার সকাল ৯টা পর্যন্ত অব্যাহত রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান জানান, “শ্রমিকদের অবরোধ প্রায় ২৪ ঘণ্টা ধরে চলছে। এর ফলে টঙ্গি থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত মহাসড়কে যানজট তৈরি হয়েছে এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।”

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে একটি ট্রাফিক আপডেটে যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিয়েছে, এবং এর ফলে যানবাহনের মধ্যে পচনশীল পণ্য ও জাতীয় পরিবহন আটকে রয়েছে। অনেক যাত্রী বাধ্য হয়ে হেঁটে বা অন্য উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

ঢাকাগামী যাত্রী আব্দুল কাদির বলেন, “জয়দেবপুর পর্যন্ত ভাড়া চাচ্ছে ১৫০ টাকা, কিন্তু যানজটের কারণে চিন্তায় আছি।”

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে, মালিক পক্ষ দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে। তবে অতীতের প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় শ্রমিকরা অবরোধ অব্যাহত রেখেছেন।”