Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে মাদকদ্রব্য উদ্ধার, এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে মাদকদ্রব্য উদ্ধার, এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

April 27, 2025 09:39:35 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে মাদকদ্রব্য উদ্ধার, এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। রবিবার (২৭ এপ্রিল) গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বাঘের বাজার এলাকা থেকে ২০ কেজি গাঁজা সহ শাকিল আহম্মেদ নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫,৩১০ টাকা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়দেবপুরের বাঘের বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাদক ক্রয়-বিক্রয় হতে দেখা যায়। অভিযানে শাকিলের কাছ থেকে বিশ কেজি গাঁজা এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাকিল র‌্যাবকে জানিয়েছে, তার সাথে আরও ২-৩ জন মাদক ব্যবসায়ী জড়িত রয়েছেন। তারা পরস্পরের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুরে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।