Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে বন উপদেষ্টা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে বন উপদেষ্টা

April 09, 2025 11:46:34 PM   উপজেলা প্রতিনিধি
গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে বন উপদেষ্টা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জনবল সংকট ও নিরাপত্তা বেষ্টনীর অবহেলার বিষয়ে গুরুত্বারোপ করে পার্ক সংস্কারের জরুরি উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকাল ১১টার দিকে তিনি পার্কে প্রবেশ করে প্রাণীর অবস্থান, সংখ্যা, আবাসস্থল, খাদ্য ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "হাতি দিয়ে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বন বিভাগকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাতি পালনের বিষয়ে একটি লাইসেন্স বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম ও শেরপুরে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রশিক্ষণ ও খাদ্য সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, “পার্কের নিরাপত্তা বেষ্টনীর ভেতরে ঢুকে কীভাবে প্রাণী চুরি হলো তা তদন্ত করা হবে। প্রয়োজন হলে ক্রাইম এক্সপার্ট এবং বাইরের বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত তদন্ত করা হবে। সম্প্রতি আফ্রিকান লেমুর চুরির ঘটনায় অভিযোগ উঠলেও অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত করা ঠিক নয়। তবে বিষয়টি নিখুঁতভাবে খতিয়ে দেখা হবে।”

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, “এখানে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বন্যপ্রাণী পাচারের অভিযোগ রয়েছে। এ ধরনের চক্র শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি বলেন, “পার্ক কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা আছে কি না এবং প্রাণী সংরক্ষণ যথাযথভাবে হচ্ছে কি না—এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”