
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মো. রিফাত নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার দিনগত রাতে কাশিমপুর থানার সুরাবাড়ী দেওয়ানবাড়ী এলাকার পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিফাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মির্জানগর এলাকার বাসিন্দা মো. বাবুল মিয়ার ছেলে।
গ্রেপ্তারকালে রিফাতের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি স্টিলের টিপ চাকু, নাম্বারবিহীন একটি কালো রংয়ের ইয়ামাহা এফজেড-ভি৩ মোটরসাইকেল, একটি লাল রংয়ের বাজাজ বক্সার মোটরসাইকেল এবং একটি হলুদ বাটযুক্ত স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।
কাশিমপুর থানা পুলিশ জানায়, রিফাতকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও তিনজন ছিনতাইকারী পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পলাতক ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।