Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরের শ্রীপুরে তরকারি কাটার বটি দিয়ে স্ত্রীকে খুন, ঘাতক গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরের শ্রীপুরে তরকারি কাটার বটি দিয়ে স্ত্রীকে খুন, ঘাতক গ্রেফতার

April 30, 2024 05:03:34 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে তরকারি কাটার বটি দিয়ে স্ত্রীকে খুন, ঘাতক গ্রেফতার

আশিকুর রহমান:
পারিবারিক কলহের জেরে বসত বাড়ীর উঠানে তরকারি কাটার বটি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে স্ত্রীকে খুন করে ঘাতক স্বামী মিনার হোসেন। গত রবিবার (২৮ এপ্রিল) গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন দরগারচালা গ্রামের এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার (২৯ এপ্রিল) জেলার জয়দেবপুর থানাধীন বাঘের বাজার এলাকা থেকে ঘাতক স্বামী মিনার হোসেনকে গ্রেফতার করে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প।

গ্রেফতারকৃত আসামী মিনার হোসেন(৪২) গাজীপুর জেলার শ্রীপুর থানার দরগারচালা গ্রামের একেন আলীর ছেলে। হত্যাকান্ডের শিকার নিহত গৃহবধূ আছমা খাতুন(৩৫) একই থানার ছিটপাড়া গ্রামের গোলাম রব্বানীর মেয়ে। মঙ্গলবার (৩০ এপ্রিল) র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গৃহবধূ হত্যাকান্ডের ঘটনায় নিহতের মা মোমেনা খাতুন বাদী হয়ে  শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের বিষয়টি আমলে নিয়ে ছায়া-তদন্ত শুরু ও আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। পরে গত সোমবার জেলার বাঘের বাজার এলাকা থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামী মিনার হোসেন র‌্যাবকে জানায়, স্ত্রী আছমা খাতুনের সাথে তার পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জেরে স্ত্রী আছমা খাতুনকে হত্যার পরিকল্পনা করে মিনার হোসেন। গত রবিবার(২৮ এপ্রিল) পূর্বের ন্যায় ঝগড়া সৃষ্টি হলে পরিকল্পনা অনুযায়ী স্ত্রী আছমা খাতুনকে বসতবাড়ির উঠানে এনে তরকারি কাটার বটি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে হত্যা করে।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।