Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী ব্লাক শাহীন গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী ব্লাক শাহীন গ্রেফতার

June 18, 2023 02:54:58 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী ব্লাক শাহীন গ্রেফতার

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রসহ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ ১৯ মামলার আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশ। গ্রেফতার আসামী রাকিবুল ইসলাম শাহীন ওরফে ব্লাক শাহীনের সদর থানাধীন ছোট দেওড়া এলাকায় ইন্টারনেট ও ডিস ব্যবসা আছে বলে জানায় পুলিশ। পরে পুলিশ শাহীনের ডিস ব্যবসা ও ইন্টারনেট অফিসে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।  এসময় শাহীন ওরফে ব্লাক শাহীনের ৮ সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।


 গত শুক্রবার মহানগরের সদর থানাধীন আদাবৈ এলাকায় নেক্সট এক্সপোর্ট ফ্যাক্টরীর সামনে গার্মেন্টস এর ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতার সৃষ্টি হয়। সে সময় ব্লাক শাহীন তার সহযোগীদের নিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে আতিকুর রহমান ও শাহাদাত নামের দুইব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে জনৈক করিমা বেগম অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের পর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আসামীদের গ্রেফতার করা হয়।


 রবিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, জিএমপি'র উপ-পুলিশ কমিশনার(ক্রাইম) আবু তোরাব মোঃ শামছুর রহমান। 


তিনি আরো জানান, ব্লাক শাহীনকে গ্রেফতার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ব্লাক শাহীন আগ্নেয়াস্ত্র বিষয়ে পুলিশকে জানালে, রবিবার রাতে পুলিশ তার ছোট দেওড়া এলাকার ইন্টারনেট ও ডিস ব্যবসার কক্ষে অভিযান চালিয়ে সোফার নিচ থেকে লোহার তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১রাউন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র উদ্ধারে সদর থানা পুলিশ বাদী ব্লাক শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করে। গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী রাকিবুল ইসলামের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ, খুন ও অস্ত্র মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে বলেও জানান তিনি।