Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

October 08, 2024 03:05:38 PM   অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার এক বছর পূর্ণ হলো গতকাল (৭ অক্টোবর)। এদিনও গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এক প্রতিবেদনে জানায়, সোমবার (৭ অক্টোবর) উত্তর গাজায় হামাসের হামলায় এক ইসরায়েলি সার্জেন্ট নিহত হন। নিহত সার্জেন্টের নাম নোয়াম ইসরাইল আবদো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০ বছর বয়সী এই সৈনিক তেল আবিবের ঠিক উত্তরে ইসরায়েলের মাকদিমা-জোরান পাড়ার বাসিন্দা ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা যুদ্ধে এক বছরে তাদের ৭২৯ জন সেনা ও ৬৭ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১,৯০৯ জন নিহত এবং ৯৭,৩০৩ জন আহত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় কমপক্ষে ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হয় এবং ২০০ জনেরও বেশি মানুষকে অপহরণ করে হামাস।