Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত

February 24, 2025 08:27:58 PM   অনলাইন ডেস্ক
গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন সোমবার সাভারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও আমরা গণতন্ত্র এবং ন্যায্য সমাজ পাইনি। তবে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে।” তিনি জানান, এই অভ্যুত্থান শুধুমাত্র একটি আন্দোলন নয়, বরং দেশের শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রচেষ্টা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

শারমীন এস মুরশিদ আরো বলেন, "বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে নাজুক অবস্থায় রয়েছে। রাজনৈতিক দলাদলি, সহনশীলতার অভাব এবং লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির অপসংস্কৃতি পরিস্থিতি আরও ভয়াবহ করেছে।" তিনি জানান, গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সুযোগ দিয়ে অনন্য ভূমিকা পালন করছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ আবুল কাসেম চৌধুরী সমাবর্তনে বলেন, "১৯৭২ সালে ডা. জাফরুল্লাহ চৌধুরী একটি বীজ বপন করেছিলেন, যা আজ গণ বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস, এবং অন্যান্য প্রতিষ্ঠানসমূহে পরিণত হয়েছে।"

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজিমউদ্দীন খান বলেন, "শুধুমাত্র ডিগ্রী দেয়া একটি প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত নয়, বরং মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ তৈরি করা উচিত।" তিনি আরও যোগ করেন, শিক্ষার্থীদের পাঠদান, জ্ঞান বিনিময় এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজন।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, "অফিসিয়াল শিক্ষা জীবনের শেষে, বাস্তব কর্মক্ষেত্রে জ্ঞান কাজে লাগানোর সময় এসেছে।"

অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন এবং ট্রেজারার অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ৭৭২৭ জন গ্রাজুয়েট ডিগ্রীপ্রাপ্ত হন এবং ২৪৭৮ জন রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট সমাবর্তনে অংশগ্রহণ করেন।

এছাড়া, সমাবর্তন শোভাযাত্রায় অতিথি ও গ্রাজুয়েটরা অংশ নেন, যা ফার্মেসী বিভাগের বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ মোকলেছুর রহমান সরকার পরিচালনা করেন।