Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / গৌরীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

গৌরীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন

February 28, 2025 10:43:23 PM   উপজেলা প্রতিনিধি
গৌরীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন

“একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন-ে২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গৌরীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিক আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রউফ, শেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মতিউর রহমান সরকার, চীপ ইন্সট্রাক্টর এন্ড এটাচম্যান্ট অফিসার অব ডিরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশন হাসিনা বেগম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চীপ ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টরগণ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশনে চারটি বিভাগের চারটি লেভেল স্থান পায়। আলোচনার শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।