Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্য...

গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

February 12, 2025 11:15:50 AM   স্টাফ রিপোর্টার
গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৩টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) রায়হান মাহামুদ।

সভায় জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নেছারাবাদ উপজেলায় মোট ১১৩টি মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সরাসরি ইউনিয়ন পরিষদে দেওয়ানি মামলা ৭৮টি, ফৌজদারি মামলা ১০টি এবং উচ্চ আদালত থেকে প্রেরিত ২৩টি মামলা গ্রহণ করা হয়। এসব মামলার মধ্যে নারী আবেদনকারী ছিলেন ৯৯ জন। এ পর্যন্ত মোট ৬৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে ৪৪টি দেওয়ানি ও ১৯টি ফৌজদারি মামলা। পাশাপাশি, মোট ২,০৫,০০০/- টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী স্বপন দেবনাথ। এছাড়া উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম রাজু, সাংবাদিক প্রতিনিধি মোঃ ফয়সাল হাসান, তপন মণ্ডলসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।