
গলাচিপা সংবাদদাতা, পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আশাদুল সিকদার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা রাশেদ সিকদার (৩৫) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশাদুল দক্ষিণ চর আগস্তী ফরেস্ট অফিস সংলগ্ন কেরাতুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র এবং চরবিশ্বাস ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর আগস্তী বেড়িবাঁধ এলাকার বাসিন্দা।
জানা গেছে, রাশেদ সিকদার তার স্ত্রী শাহনাজ ও দুই সন্তান আশাদুল (৮) ও আছিয়া (৫) কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ভোটার তালিকা হালনাগাদের জন্য ছবি তুলতে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে বটতলা বাজার সংলগ্ন খলিফা বাড়ির সামনে সংযোগ সড়ক দিয়ে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশাদুল ও তার বাবা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আশাদুলের মৃত্যু হয়।
চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইউনিয়ন পরিষদে ছবি তুলতে যাওয়ার পথে বটতলা বাজার সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।”
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”