Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / গলাচিপায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গলাচিপায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

February 12, 2025 06:35:12 PM   উপজেলা প্রতিনিধি
গলাচিপায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় চিহ্নিত মাদক কারবারি জাহানারা বেগমকে (৪৮) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকনিকান্দি ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতার ও মাদক জব্দের তথ্য বিস্তারিত জানান গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন।

জানা যায়, পুলিশ অভিযান চালিয়ে জাহানারা বেগমের বাসা থেকে ১,৫৯২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা জব্দ করে। আটককৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৭৭ হাজার টাকা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাহানারা বেগম গলাচিপা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। এ কাজে তার সহযোগী ছেলে ওয়াহিদ প্যাদা জড়িত, যিনি একজন মাদক কারবারি। তার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।

গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহানারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।"