
গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। আজ গাজীপুর চৌরাস্তায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপনের সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন- গাজীপুরের মাটি আওয়ামী লীগের ঘাটি। গাজীপুরে বিএনপি ও জামায়াত সন্ত্রাসীদের কোন ঠাই নাই। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একাধিক বার হামলা চালিয়ে সফল হতে পারেনাই বিএনপি- জামায়াত। দেশের জনগণ তাদের ব্যর্থ চেষ্টাকে রুখে দিয়েছে। দেশের উন্নয়নকে রুদ্ধ করতে এই চক্রটি আবারও দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তিমূলক বাক্য উচ্চারণ এবং হত্যার হুমকি প্রদান করছে। দেশের জনগণ হত্যার হুমকি প্রদানকারীদের বাংলার মাটি থেকে বিতাড়িত করবে।