Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ৬'শ বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ৬'শ বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

June 12, 2022 02:42:42 PM  
গাজীপুরে ৬'শ বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৬’শ বাড়ির ১২’শ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৮ জন আবাসিক গ্যাস গ্রহণকারীকে ৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা আওতাধীন সোনাপাড়া, শখীনগর, কুনিয়া, তারগাছ এলাকায় ১১টি পয়েন্টে এ অভিযান চলে।

তিতাসের ব্যবস্থাপক (জোবিঅ-জয়দেবপুর) প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, ওইসব এলাকায় শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চলে। এসময় ১১টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত প্রায় ৪৫০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ৬০০টি বাড়ির আনুমানিক ১২’ শ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৮ জন আবাসিক গ্যাস গ্রহণকারীকে সর্বমোট ৫ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক। এছাড়া অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় ৮টি মিটারবিহীন আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনাকালে তিতাসের (জোবিঅ-জয়দেবপুর) উপব্যবস্থাপক প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী কে. এইচ. ফয়সাল আহমেদ ও মো. আমিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।