
বিপ্লব রহমান, গাবতলী (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার গাবতলীতে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী বেলাল উদ্দিন (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের খিরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেলাল উদ্দিন খিরাপাড়া গ্রামের শের উদ্দিন ওরফে ছইরের ছেলে।
গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বেলাল উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।