Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / গাবতলীতে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে যুবলীগের কম্বল বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে যুবলীগের কম্বল বিতরণ

November 28, 2022 10:51:54 AM  
গাবতলীতে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে যুবলীগের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গাবতলীতে এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা মহানগর যুবলীগ। রবিবার  (২৭ নভেম্বর) গাবতলী বেরিবাধ কলোনিতে  যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কম্বল বিতরণ করা হয়।

এসময় মাইনুল হোসেন খান নিখিল বলেন, শেখ মুজিবুর রহমানের হত্যাকারী জিয়াউর রহমান এবং তার পুত্র তারেক রহমান ও তার স্ত্রী খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। তাদেরকে ভবিষ্যতে আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না। দেশে  জঙ্গিবাদী সন্ত্রাসীরা হাতে যেন ক্ষমতা না যায় সেজন্য নৌকায় ভোট চান এলাকাবাসীর নিকট।

তিনি বলেন, পুনঃরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী এবং ঐক্যবদ্ধভাবে বিএনপির জামাতকে মোকাবেলা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশে যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে করোনাকালীন সময়ে যুবলীগের নেতাকর্মীরা ছিল থাকবে। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠী সুযোগ সুবিধা ভোগ করতে পারছে। তারই ধারাবাহিকতায় যুবলীগ আপনাদের পাশে সবসময় আছে এবং থাকবে।

গাবতলী এলাকার অসহায় দরিদ্র পরিচ্ছন্নতা কর্মীদের কাছে গিয়ে কম্বল হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।

এসময় গাবতলী বেরিবাধ এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।