
বিপ্লব রহমান, গাবতলী সংবাদদাতা:
বগুড়ার গাবতলীতে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বাইগুনী দক্ষিণপাড়া গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মিলন সরকারের জমজ দুই ছেলে হাসান (৬) এবং হোসেন (৬) বিকেলে বাড়ীর পার্শ্বে একটি ডোবার ধারে খেলাধুলা করছিল। খেলাধুলা করতে হঠাৎ ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন টের পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।