Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল নিয়ে আলোচনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল নিয়ে আলোচনা

August 23, 2022 09:14:39 PM   বিশেষ প্রতিবেদক
গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল নিয়ে আলোচনা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল, ২০২২’ পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রণয়নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে গত সোমবার (২২ আগস্ট) সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. আবু জাহির, মো. আলী আজগার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর এবং নার্গিস রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় ২৯তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল, ২০২২’ পরীক্ষা-নিরীক্ষা করে  রিপোর্ট প্রণয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও অন্যান্য কর্মকর্তা, অধীনস্থ সংস্থাগুলোর প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।