Date: May 19, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / বাগেরহাটে কলাগাছ রোপণ নিয়ে বিরোধ, ভাই-ভাতিজার পিটুনিতে কৃষকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাগেরহাটে কলাগাছ রোপণ নিয়ে বিরোধ, ভাই-ভাতিজার পিটুনিতে কৃষকের মৃত্যু

May 18, 2025 09:13:20 PM   অনলাইন ডেস্ক
বাগেরহাটে কলাগাছ রোপণ নিয়ে বিরোধ, ভাই-ভাতিজার পিটুনিতে কৃষকের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে সীমানা ও কলাগাছ রোপণ নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার পিটুনিতে সুনীল মাতা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা সুনীল মাতাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। অভিযুক্তরা হলেন, নিহতের বড় ভাই নিখিল মাতা এবং ভাতিজা নীলকান্ত মাতা।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজীব আল রশিদ জানান, ঘরের পাশের সীমানা ও কলাগাছ রোপণকে কেন্দ্র করে বিকেলে সুনীল মাতার সাথে নিখিল মাতা ও নীলকান্ত মাতার ঝগড়া হয়। এর জেরে রাত ৯টার দিকে নিখিল ও নীলকান্ত মিলে সুনীলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।