Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের ৫ নেতা আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের ৫ নেতা আটক

April 19, 2025 02:20:03 PM   ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঘিওরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের ৫ নেতা আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযানে উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে ঘিওর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- ঘিওর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. রুহুল আমিন, পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া, বালিয়াখোড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তাপস কুমার বসু, নালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বিল্লাল হোসেন এবং সিংজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রমজান আলী।

গত শুক্রবার (১৮ এপ্রিল) রাতব্যাপী ঘিওর থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১৯ এপ্রিল) সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকের বিষয়ে ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গত ৫ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।