
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈলতলা গ্রামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় বৈলতলা গ্রামের বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে সংঘটিত চাঞ্চল্যকর মোজাফফর হত্যা মামলার অন্যতম আসামি বাকেজ উদ্দিন কারাগারে থাকলেও, ওই মামলার বাদী ও সাক্ষীসহ গ্রামের নিরপেক্ষ লোকজনকে কোণঠাসা করতে তার পুত্র সাইদুর, রিপন, রহিম বক্স, শামীম, ভাতিজা আলমগীর, ভাই মহর ও রহিজের মাধ্যমে তারা নিজেরাই তত্ত্বাবধান করা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের মিথ্যা নাটক সাজিয়ে নিহত মোজাফফরের পুত্র সালমান শাহ এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতোয়ার রহমানসহ এলাকার আরও ৫-৬ জনকে জড়িয়ে ঘিওর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক বলে দাবি করে এলাকাবাসী জানায়, মূলত চাঞ্চল্যকর মোজাফফর হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করে খুনিদের রক্ষা করতেই এই নাটক সাজিয়েছে বাকেজ উদ্দিনের পুত্র ও তার সহযোগীরা।
এ সময় বক্তারা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সিংজুরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আতোয়ার রহমান, স্থানীয় বিএনপি নেতা সুলতান জাহাঙ্গীর, ঝন্টুর স্ত্রী শিল্পী, সাবেক মেম্বার মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।