
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা বন্দর ওয়ায়েছি দরবার শরীফে পবিত্র ওরস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাদ মাগরিব দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এই বাৎসরিক ওরস মোবারকে ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
হযরত খাজা ওয়ায়েছ ক্বরনী (রহ.)-এর স্মরণে আয়োজিত এই পবিত্র ওরস মোবারকে সভাপতিত্ব করেন শাহ্ হারুন চিসতি ওয়ায়েছি। এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত এ এস বাহরাইন আল ওয়ায়েছি, মো. বুলবুল আল ওয়ায়েছি এবং মো. রফিকুল ইসলাম আল ওয়ায়েছি।
ওরস মোবারকের পুরো আয়োজনজুড়ে ধর্মীয় আলোচনার পাশাপাশি কুরআন তেলাওয়াত, জিকির-আজকার এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ এই মাহফিলে ভক্তরা আধ্যাত্মিক শৃঙ্খলা ও খোদাপ্রেমের শিক্ষা লাভ করেন।