
চিলাহাটি (নীলফামারী) সংবাদদাতা:
দেশে মধ্য ও দক্ষিণভাগের সঙ্গে উত্তরাঞ্চলের আবহাওয়া তারতম্য বেড়েই চলেছে। যেখানে মধ্যভাগে তীব্র রোদের দহন, সেখানে উত্তরাঞ্চলের অনেক গ্রাম ও মাঠ কুয়াশায় ঢেকে যাচ্ছে। বিশেষত নীলফামারীর চিলাহটি, যা হিমালয়ের কাছাকাছি হওয়ায়, তাপমাত্রার পারদ আগেভাগেই নামতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে রাত থেকে চিলাহাটিতে কুয়াশার কারণে টিপটিপ বৃষ্টির মতো পানি ঝরছে। রাত থেকে সকাল ৭টা পর্যন্ত পুরো এলাকা কুয়াশায় ঢেকে ছিল। এরপর দিন শেষে রোদ উঠলে তাপমাত্রা বাড়তে থাকে, তবে দিনের এবং রাতের তাপমাত্রার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করা গেছে।
এলাকার বাসিন্দারা চিলাহাটি ওয়েব ডটকমকে জানান, রাতের কুয়াশায় পিচঢালা পথ ভিজে গেছে এবং ঘরবাড়ির চালেও পানি ঝরেছে। সকালে গাছপালার পাতা, ধানক্ষেত এবং ঘাসে শিশিরবিন্দু জমে থাকার দৃশ্য দেখতে পাওয়া গেছে, যা রোদ পড়ার সঙ্গে সঙ্গে চিকচিক করছে।
এখানে আবহাওয়া এমনভাবে পরিবর্তিত হচ্ছে, যেন মরুভূমির মতো গরম দিনে, আবার রাতে একেবারে শীতল পরিবেশে পরিণত হচ্ছে।