Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ঘর ছাড়লো বিটিএসদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘর ছাড়লো বিটিএসদ

April 06, 2024 01:22:29 PM   অনলাইন ডেস্ক
ঘর ছাড়লো বিটিএসদ

কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের সঙ্গে যোগ দিতে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের দাখিল পাস ১৬ বছরের এক কিশোরী।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে পালিয়ে যান ওই তরুণী। শুক্রবার দুপুরে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা।


কিশোরীর বাবা বলেন, গত বছর আমার মেয়ে দাখিল পাস করে। এরপর বাসায় থাকার সময় মোবাইলে গেম খেলতো এবং ইউটিউবে গান ও সিনেমা দেখতো। মোবাইলে আসক্তির কারণে সে খাওয়া-দাওয়াও কমিয়ে দেয়। বাসা থেকে চলে যাওয়ার সময় সে কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের কিছু ছবি রেখে গেছে।

তিনি বলেন, ঝগড়া হলেই সে কোরিয়া চলে যাওয়ার হুমকি দিতো। আমরা তাকে নিয়ে শঙ্কিত। সে যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। তার খোঁজ পাইনি। পুলিশ সাহায্য করলে হয়তো মেয়েকে ফিরে পাবো।

তবে কিভাবে সে বিটিএস গ্রুপের নামে কোনো অসামাজিক গ্রুপে জড়িয়ে গেলো সে সম্পর্কে জানেন না ওই বাবা।

ফতুল্লা মডেল থানার এসআই খালেদ উদ্দিন বলেন, থানায় জিডি করেছে শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।