
হাসান মাহমুদ, শরিফুল ইসলামের দারুণ শুরুর পর সাইম আইয়ুব ও সাউদ শাকিলের লড়াই। শেষ দিকে সাইম ফিরলেও একপ্রান্ত আগলে রেখেছেন শাকিল। তাকে সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে দ্বিতীয় দিনের শুরুতেই তাই উইকেট প্রয়োজন বাংলাদেশের। অন্যথায় বড় সংগ্রহের দিকে এগিয়ে যাবে স্বাগতিকরা।
মাত্র ১৬ রানে ৩ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নেমে ৫৭ রানে অপরাজিত শাকিল। রিজওয়ান খেলছেন ২৪ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে এসেছে ৪৪ রান।
এর আগে সাইম ও শাকিল মিলে গড়ে তোলেন ৯৮ রানের জুটি। সাইম আউট হন ৫৬ রান করে।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন হাসান ও শরিফুল।
৩০ মিনিট বাড়ল দ্বিতীয় দিনের খেলা
প্রথম দিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে অনেক ওভার হারিয়ে যাওয়ায় দ্বিতীয় দিনে বাড়িয়ে দেওয়া হয়েছে সময়। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হবে খেলা। আর শেষ হবে ১৫ মিনিট পরে।
অর্থাৎ বাংলাদেশ সময় ১০টা ৪৫ মিনিটে হবে প্রথম বল। মধ্যাহ্ন বিরতি হবে দুপুর ১টায়। পরে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন। আর চা বিরতির পর খেলা চলবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত।