
মানিকগঞ্জ সংবাদদাতা:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট ) বিকেলে তেরশ্রী সুরেন্দ্র নাট মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঘিওর উপজেলা শাখার আহবায়ক এ্যাড, শচীন্দ্র নাথ মিত্র।
পয়লা ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী সনজিত কুমার কর এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন - পয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, ঘিওর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সামছুল আলম খান, পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামিউল প্রধান, ঘিওর কেন্দ্রীয় কালি বাড়ি নাট মন্দিরের সভাপতি রাম সাহা, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার সনটু, ডাক্তার অজন্ত কুমার বসু, ঘিওর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার, সদস্য সচিব শ্রী সুব্রত কুমার শীল (গোবিন্দ), পয়লা ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী কানাই লাল সাহা। সঞ্চালনায় ছিলেন শ্রী পঙ্কজ কুমার পাল। শেষে ৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করেন।