


কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ্ ওমরাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা-ভাতিজার সংঘর্ষে ৮০ বছর বয়সী মোহাম্মদ কালু শাহ্ নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিনের জমি বিরোধ নিয়ে সকালে চাচা ও ভাতিজার মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ভাতিজা আলী আহমদ (৬৮) চাচা কালু শাহ্কে বুকে ঘুষি মেরে ফেলেন। আহত অবস্থায় কালু শাহ্ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযুক্ত আলী আহমদের বাড়ি ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ভাতিজার ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় আলী আহমদকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।