


ঝিনাইদহের মহেশপুরে পুলিশের ছদ্মবেশী অভিযান সফলভাবে দুই ডাকাতকে গ্রেপ্তারে পরিণত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে দুর্গাপুর পদ্মবিল এলাকায় এই অভিযান চালানো হয়, যেখানে পুলিশ সদস্যরা জেলে ও কৃষকের ভঙ্গিতে অবস্থান নেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মহেশপুরের বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (২৮) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের মসলেম খলিফার ছেলে আলী হোসেন (৩৫)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই দুইজন মহেশপুর ও আশপাশের এলাকায় সড়কে গাছ ফেলে পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতি করে আসছিল।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পদ্মবিল এলাকায় ডাকাতদলের দুই মূল সদস্য গা-ঢাকা দিয়ে অবস্থান করছে। এরপর পুলিশ সদস্যরা ছদ্মবেশে ওই এলাকায় উপস্থিত হয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন এবং দুই আসামিকে দেখতে পেয়ে ধাওয়া করে আটক করেন।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।