Date: November 27, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে নিরাপদে ১৪ লাখ টাকা উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে নিরাপদে ১৪ লাখ টাকা উদ্ধার

November 26, 2025 07:41:10 PM   দেশেরপত্র ডেস্ক
টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে নিরাপদে ১৪ লাখ টাকা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি ঘর থেকে অক্ষত অবস্থায় ১৪ লাখ টাকা উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে সেই টাকা ঘরের মালিক জাহাঙ্গীর আলমের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, রোববার সকালে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় এলাকার সেমিপাকা সাতটি ঘরের মধ্যে পাঁচটি সম্পূর্ণ পুড়ে যায়।

বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, তার ঘরের ভেতর ব্যবসায়িক উদ্দেশ্যে রাখা ১৪ লাখ টাকা আগুনের সময়ও ঝুঁকিমুক্ত রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন মিয়া বলেন, “ঘরের মালিকের দেওয়া তথ্য অনুযায়ী আগুন লাগা ঘরের ভেতর থেকে আমরা ১৪ লাখ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই এবং তা মালিকের কাছে হস্তান্তর করা হয়।”

ঘটনাটি স্থানীয়দের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে, কারণ আগুনের মধ্যে থাকা অর্থ নিরাপদে উদ্ধার হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি এড়ানো গেছে।