Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, শারীরিক অবস্থার উন্নতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, শারীরিক অবস্থার উন্নতি

January 12, 2025 12:52:28 PM   অনলাইন ডেস্ক
চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, শারীরিক অবস্থার উন্নতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ইংল্যান্ডের লন্ডনে চিকিৎসাধীন আছেন। সেখানকার চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন এবং সাপ্তাহিক ছুটির দিনেও তার সেবায় নিয়োজিত রয়েছেন। উন্নত চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগে তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শনিবার (১১ জানুয়ারি) খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, "আলহামদুলিল্লাহ, ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। বৃহস্পতিবারের তুলনায় আজ আরও ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।"

তিনি আরও জানান, ছুটির দিন হওয়া সত্ত্বেও লন্ডনের চিকিৎসকরা নিয়মিত তার দেখাশোনা করছেন। পরীক্ষা-নিরীক্ষাও চালানো হচ্ছে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, লন্ডন ক্লিনিকের ডাক্তাররা খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছেন এবং এর আগের দুদিন তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, "বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া এখন অনেকটাই স্বাচ্ছন্দ্যে আছেন। তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং নাতনিরা সবসময় তার সঙ্গে আছেন।"

গত বুধবার (৮ জানুয়ারি) ইংল্যান্ডের মধ্য-পশ্চিম লন্ডনের মেরিলিবন রোডে অবস্থিত বিশেষায়িত ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পাঠানো আধুনিক সুবিধাযুক্ত একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে লন্ডন পৌঁছান তিনি।

চিকিৎসকরা আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম খালেদা জিয়া। তার জন্য দলের নেতাকর্মীরা দেশব্যাপী দোয়ার আয়োজন করেছেন।